শায়খ এনামুল হক একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং গ্রন্থকার। পেশায় তিনি জাহাজের প্রধান প্রকৌশলী তথা সমুদ্রগামী নাবিক ছিলেন এবং এর সুবাদে তিনি বহু দেশ ভ্রমন ও বহু জাতির সাথে পরিচয়ের অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে তিনি ইসলামী জ্ঞান অর্জন এবং গবেষনায় আত্মনিয়োগ করেন এবং বড় বড় আলেমদের সংস্পর্শে দ্বীন শিক্ষা করেন। কর্মজীবনের এক পর্যায়ে তিনি মুসলিম নিপীড়নকারী দেশের ভিসা নবায়ন করে অর্থ উপার্জনের উপায়কে এখতিয়ার না করার সিদ্ধান্ত নেন এবং অর্থ উপার্জনের মুষিক দৌড় ছেড়ে সম্পুর্ণভাবে দ্বীনের দাওয়াতে মনোনিবেশ করেন। এরই অংশ হিসাবে তিনি আরও কিছু ভাইদের সহযোগীতায় আইসিডি প্রতিষ্ঠা করেন যা এক যুগেরও বেশি সময় ধরে দ্বীনের দাওয়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার লেকচার, প্রবন্ধ ও বইগুলি অবিশ্বাসীদের চশমা দিয়ে দুনিয়া দেখা মুসলিমদের সে চশমা খুলে ফেলে সুন্নাহর আলোয় আলোকিত হতে উল্লেখযোগ্য ভুমিকা রাখতে পারে, ইনশাআল্লাহ। তিনি আইসিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যন এবং বহু গ্রন্থ প্রণেতা। 

All Audio Lecture list:

All Video Lectures:


This article has 2 comments

  1. Jannatul naim Reply

    Zazakallah khairan..Allah Enamul Haque sir ke uttom protidan dan koruk..Amin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *