শিরকের উৎসবের জন্য প্রস্তুত করা খাবার খাওয়া
সম্পূরক প্রশ্নঃ যেহেতু এই খাবারের আয়োজন অমুসলিমদের একটি শিরকের উৎসব উপলক্ষে সেহেতু আমর বিল-মা'রূফ ওয়া নাহিয়া 'আনিল-মুনকার এর দৃষ্টিকোণ থেকে কি এই খাবার খাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম কি ইয়াহূদীদের ধর্মীয় উৎসবের দাওয়াতে গিয়েছেন? উত্তর দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ উত্তরঃ আপনারা মনে রাখবেন, আমরা যখন শরিয়তের কোনো বিষয়কে জায়েয বলি তার মানে এই নয় যে, এটাই করতে হবে অথবা এটাই আমরা করতে বলছি অথবা এটা করাই উত্তম। শরিয়তের বিধান জায়েয বলার অর্থ হচ্ছে এটি শরিয়তের হুকুম। এক্ষেত্রে উত্তম অর্থাৎ ঈমানদার ব্যক্তির করণীয় কি হবে সেটি হচ্ছে দেখার বিষয়। ঈমানদার ব্যক্তি এক্ষেত্রে সতর্কতা…continue reading →