শহীদ না হয়ে জান্নাতী হলে, সেখানে যা চাইবে তাই কি তাকে দেওয়া হবে?
প্রশ্নঃ শাইখ আমরা জানি জান্নাতে মানুষ তার বিভিন্ন আমলের পুরুস্কারের কারনে বিভিন্ন স্থান লাভ করবে, কিন্তু কুরআনে কারীমে অনেক জায়গায় বলা হয়েছে যে সেখানে মানুষ যা চাইবে তাই তাকে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি শহীদ না হয়ে শহীদের মর্যাদা বা নবী না হয়ে নবীর মর্যাদা পেতে চাই তাহলে সেখানে কি তা আমাকে দেওয়া হবে?