আসসালামু আলাইকুম, আমাদের আইসিডি হালাকার প্রতি আয়োজনের শেষেই প্রশ্নোত্তরের একটি সংক্ষিপ্ত পর্ব থাকে, যাতে করে উপস্থিতিগন সংশ্লিষ্ট হালাকার কোন বিষয় অস্পষ্ট মনে করলে সে বিষয়ে লিখিত প্রশ্ন করার মাধ্যমে বিষয়টি ভাল করে অনুধাবন করতে পারেন। কিন্তু বাস্তবে দেখা যায় প্রচুর অপ্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে যা অনেকেই হালাকায় আসার আগে থেকেই লিখে নিয়ে আসেন। যদিও অনেক প্রশ্নই থাকে জীবন ঘনিষ্ঠ কিন্তু সময় স্বল্পতার কারণে পিছনে পড়ে যায় সংশ্লিষ্ট হালাকার প্রশ্নগুলি, বাধ্য হয়ে অগ্রাধিকার নির্ধারণ করতে হয়, চাপা পড়ে যায় অনেক জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আবার তৎক্ষণাত দেওয়া এসব অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তরগুলিতে প্রয়োজনীয় প্রস্তুতির অভাব থেকে যায়…
continue reading →