আপনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন এক ভাই দু’আ চেয়ে একটি পোস্ট দিয়েছেন এবং আমি সেটি শেয়ার করেছি এটা কি সঠিক হয়েছে?

প্রশ্নঃ আপনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন এক ভাই দু'আ চেয়ে একটি পোস্ট দিয়েছেন এবং আমি সেটি শেয়ার করেছি এটা কি সঠিক হয়েছে?  

আবু দাউদের হাদিস অনুসারে- থুতু মাটির সাথে মিশালে তা কি শিফা হতে পারে?

প্রশ্নঃ আয়িশা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, কেউ ব্যথার অভিযোগ করলে নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাঁর মুখের থুথু বের করে তাতে মাটি মিশিয়ে বলতেনঃ ‘‘আমাদের জমিনের মাটিতে আমাদের কারো থুথু মিশালে আমাদের রবের আদেশে আমাদের রোগী ভালো হয়ে যায়। (সুনান আবু দাউদ ৩৮৯৫) উপরিউক্ত বিষয়টি কি শুধু নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই খাস নাকি এটি যে কেউ করতে পারবেন? কারণ এই হাদিসের অর্থ দেখে মনে হচ্ছে যেন এটি সকলের জন্যই প্রযোজ্য অর্থাৎ আম।