ইভ টিজিং….অতঃপর
০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:২৩ একবার একটা ডক্যুমেন্টারী দেখছিলাম একটা সাপকে নিয়ে। "বাম্বা" নামক এই আপাত হিংস্র সাপটির ব্যবহারের ধরন নিয়ে বানানো ছিল ঐ ডক্যুমেন্টারীটা। অন্ধকারে, বিশেষ ক্যামেরা দ্বারা তোলা ছবিতে দেখা যাচ্ছিল একটা সাপ প্রায় নির্জীব অবস্থায় পড়ে আছে কোন অন্ধকার গুহা সদৃশ স্থানে। তার পাশ দিয়েই (তার প্রিয় খাদ্য) ইঁদুর ঘুরছে ফিরছে, অথচ, সে কিছুই করছে না - একেবারে নির্বিকার! ছবিতে বেশ কিছুক্ষণ সময় জুড়ে এই আপাত নিরাপদ অবস্থা দেখানো হলো। তারপর হঠাৎ সাপটি অত্যন্ত ক্ষিপ্র গতিতে একটা ইঁদুরকে ধরে গিলতে লাগলো - তার পদক্ষেপ এতই দ্রুতগতি ছিল যে, "স্লো-মোশন"…continue reading →