ইসলামী worldview
...আমরা সমুদ্রগামী নাবিকরা যদি মনে করি যে, আমরা জাহাজ নিয়ে যুক্তরাজ্যের উপকূলে যাবো, তাহলে আমরা হাতের কাছে যুক্তরাজ্যের উপকূলের চার্ট* রাখবো - আবার যদি মনে করি যে, আমরা আলাস্কার উপকূলে যাবো তবে নিশ্চয়ই আলাস্কা উপকূলের চার্ট রাখবো! কিন্তু এমন যদি হয় যে, আমি আলাস্কা উপকূলের চার্ট সংগ্রহ করেছি, অথচ মুখে বলছি যে, আমি আসলে যুক্তরাজ্যে যেতে চাই - তাহলে ব্যাপারটা কি অসঙ্গত মনে হবে তাই না? এখানে যেমন আপনি যে গন্তব্যে যেতে চাইবেন সেই গন্তব্যেরই চার্ট যোগাড় করাটাই সুস্থ মস্তিষ্কের পরিচায়ক, জীবনের বেলায়ও আপনার belief system অনুযায়ীই আপনার worldview হবে...