শাইখ আকরামুজ্জামান মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লীসান্স ডিগ্রী লাভ ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে এম, এ পাশ করেন। ছাত্র জীবন থেকে তিনি ইসলামী দা’ওয়ার কাজে জড়িত। মদীনায় অবস্থান কালে বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ সেকশনের নির্দেশে সৌদী আরবের বিভিন্ন এলাকায় দা’ওয়ার কাজে যেতেন। ১৯৯৩ সালের হাজ্জ মৌসুমে মসজিদে নববী, নবী (ছঃ) এর ক্ববর, রওযাহ সহ বিভিন্ন পয়েন্টে হাজীদের দা’ওয়াহ ও নির্দেশনার সেবার জন্য ভলান্টিয়ার হিসাবে কাজ করেন।মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লীসান্স পাশ করার পর বিশ্ব ব্যাপী প্রসিদ্ব্য ইসলামী সংস্থা জামইয়াতু ইহইয়াউত তুরাছ আল-ইসলামীর তত্তাবধানে ২ বছর কুয়েতে দা’ওয়াহ ও তা’লীমের কাজ করেন।

All Audio Lecture list:

All Video Lectures:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *