ড. মানজুর-ই-ইলাহী বাংলাদেশের বরেণ্য একজন আলেম। তিনি কৃতিত্বের সাথে বাংলাদেশের মাদ্রাসার গন্ডি পেরিয়ে, আরও ১৫ বছর পড়াশুনা করেছেন বর্তমান দুনিয়ার ইসলামী শিক্ষার শ্রেষ্ঠ পাদপীঠ তথা মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে তিনি ইসলামী শরীয়া এর উপর লিসান্স, মাষ্টার্স এবং পি.এইচ.ডি সম্পন্ন করেছেন। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশে ইসলামী ফিন্যন্সের একজন অন্যতম বিশেষজ্ঞ। তিনি বহু ইসলামিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের শরীয়া বোর্ডের সদস্য। তিনি বহু গ্রন্থও প্রণয়ন করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- আল-কিয়াস ফিল ইবাদাত।

.

All Audio Lecture list:

All Video Lectures:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *