সমুদ্র বিষয়ক অনুভূতি
“সামু”-তে সমুদ্র নিয়ে অনেক ধরনের romanticism ও obsession রয়েছে অনেকের। সমুদ্র নিয়ে চিন্তা ভাবনাগুলোর অনেকটুকুই কেবলই স্বপ্ন, কল্পনা – আর তাই মিথ্যাও বটে। অনেকেই হয়তো বলবেন যে, “না হয় আমরা সত্য-মিথ্যা মিশ্রিত কল্পনার রাজ্যেই আপন মনে একটু ‘ভালো’ থাকলাম – কি দরকার ‘স্বপ্নভঙ্গের’?” আবার কেউ হয়তো বলবেন, “সুন্দরকে সত্য হতে হবে, অসত্য কি সুন্দর হতে পারে??” যাহোক, সমুদ্র নিয়ে এখানে [বা অন্য ব্লগেও] যে লেখালেখিগুলো হয়, সেগুলো পড়ে মনে হয়েছে যে, জীবনের অনেকটুকু সময় যে সমুদ্রে কেটে গেলো – তার অনুভূতি ও অভিজ্ঞতা অন্যের সাথে শেয়ার করা উচিত। সেই মন নিয়ে নীচের পোস্টটা দেয়া হয়েছিল, পড়ে দেখুন:
www.somewhereinblog.net/blog/mariner77/29179222
[আটলান্টিক ও প্যাসিফক ওশ্যান সংযোগকারী পানামা ক্যানালের প্যাসিফিক প্রান্তের মুখে অবস্থিত একটা লাইট হাউজের ছবি এটা – জাহাজ থেকে তোলা।]