শুধু একবার তালাকে বাইন দিলে স্ত্রীকে কি ৬ মাস বা এক বছর পর ফিরিয়ে নেওয়া যাবে?
প্রশ্নঃ শুধু একবার তালাকে বাইন দিলে স্ত্রীকে কি ৬ মাস বা এক বছর পর ফিরিয়ে নেওয়া যাবে?
উত্তর দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ
উত্তরঃ প্রশ্নটি শুদ্ধ হয়নি। তালাকে বাইন দেয়ার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। আপনি একবার যদি স্ত্রীকে তালাক দেন তাহলে সেটিকে তালাকে রাজী বলা হয়ে থাকে, তালাকে বাইন নয়। এ তালাকটি যদি ছয় মাস অথবা এক বছর অতিক্রম করে অর্থাৎ তার ইদ্দত সম্পূর্ণ হয়ে যায় তাহলে এটি তালাকে বাইন হয়ে যাবে। আর ইদ্দত যদি সম্পূর্ণ না হয় তাহলে এটি তালাকে রাজী থাকবে। আপনি তাকে তিনটি পিরিয়ডের মধ্যে অথবা তিন মাসের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন। এতে আপনাকে কিছু করতে হবে না। যদি তালাকটি ছয় মাস অতিক্রম করে যায় অথবা এক বছর অতিক্রম হয়ে যায় অর্থাৎ তার ইদ্দত শেষ হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই নতুন আক্বদ করতে হবে, নতুন মোহর নির্ধারণ করে স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে হবে যদি সেটি এক তালাক হয়ে থাকে এবং এক তালাকটি যদি বাইন হয়ে যায়। বাইন হয়ে যাওয়ার অর্থ হচ্ছে তালাকে রাজী অর্থাৎ এক তালাক দেয়ার পরে ইদ্দত পার হয়ে যাওয়া।