শহীদ না হয়ে জান্নাতী হলে, সেখানে যা চাইবে তাই কি তাকে দেওয়া হবে?
প্রশ্নঃ শাইখ আমরা জানি জান্নাতে মানুষ তার বিভিন্ন আমলের পুরুস্কারের কারনে বিভিন্ন স্থান লাভ করবে, কিন্তু কুরআনে কারীমে অনেক জায়গায় বলা হয়েছে যে সেখানে মানুষ যা চাইবে তাই তাকে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি শহীদ না হয়ে শহীদের মর্যাদা বা নবী না হয়ে নবীর মর্যাদা পেতে চাই তাহলে সেখানে কি তা আমাকে দেওয়া হবে?
উত্তর দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ
উত্তরঃ জান্নাতে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তার বান্দাদেরকে যা চাইবেন তাই প্রদান করবেন এটি বহুবার কুরআনে কারীমে বলেছেন। যেমন সূরা ফুসসিলাত বা হামীম সিজদার ৩০-৩১ নং আয়াতে আল্লাহ্ বলেন,
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ
نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
“আর তোমরা যা দাবি করবে বা চাইবে তাই তোমাদের জন্য থাকবে।” এটি আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা সর্বোচ্চ কারামাত বা সর্বোচ্চ সম্মান দিয়েছেন জান্নাতবাসীদের যাতে করে জান্নাতবাসীরা এই কারামতের মাধ্যমে সর্বোচ্চ মর্যাদা লাভ করতে পারেন এবং সর্বোচ্চ পুরস্কার লাভ করতে পারেন।
এরপর আপনি জানতে চেয়েছেন যে, আমি শহীদ না হয়েও শহীদের মর্যাদা অথবা নবী না হয়েও নবীর মর্যাদা চাইলে সেটা কি আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা আমাকে দিবেন কিনা। প্রথম কথা হচ্ছে কোনো জান্নাতবাসী মিথ্যা কোনো কিছু আল্লাহর কাছে দাবি করবেন না। কারণ এটি জান্নাতবাসীর সিফাত বা বৈশিষ্ট্যের পরিপন্থী হবে। তাই যে নবী নয় সে কখনো নবীর মর্যাদা চাইবে না আর যে শহীদ নয় সেও কখনো শহীদের মর্যাদা চাইবে না। কারণ, জান্নাতে যাওয়ার তৌফিক যারা পাবেন তারা সত্যিকার অর্থেই আল্লাহর বান্দা হবেন যাদেরকে আল্লাহ্ তা’আলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন,
أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ
তারা হচ্ছে ঐ সমস্ত ব্যক্তিগণ যারা তাদের বচনে, তাদের ‘আমলে, তাদের আখলাকে, তাদের আক্বীদা-বিশ্বাসে সকল দিকেই সত্যিকার সত্যবাদী হবে। তাই যারা দুনিয়াতে সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল তারা জান্নাতে গিয়ে মিথ্যা বলবে? এটা কোনোদিন হতে পারেনা। জান্নাতে জান্নাতি বান্দাগণ কখনো আল্লাহ্ রাব্বুল ‘আলামীনের কাছে এমন কোনো দাবি করবে না যেটি মিথ্যা হবে বা যেখানে মিথ্যার আশ্রয় থাকবে। জাযাকুমুল্লাহু খাইরান।