আমি যতদূর জেনেছি, কোন মানুষই অমর নয় – সবাই নশ্বর
তবে সৃষ্টির একজন – ইবলিস শয়তান, অবকাশ চেয়ে নিয়েছে
বিধাতার কাছ থেকে, আগুনে তার নিশ্চিত অবস্থানের বিনিময়ে।
তবু মাঝে মাঝে ভয় হয়: গোয়েবল্স কি আজো বেঁচে আছে?
সে কি তাহলে আদতে মানুষ ছিল না? সে কি মূর্তিমান কোন শয়তান
ছিল। কি দারুন শয়তানি বাণী বিশ্বের সবাইকে শিখিয়ে গেছে সে:
“শতবার বললে, মিথ্যাও সত্যি হয়ে যায়” – কিন্তু সত্যিই কি তাই?
শয়তানের মতই দুনিয়ায় রয়েছে তার অজস্র শিষ্য-সন্তান।
প্রতিনিয়ত যারা আমায় শেখাতে চায় – মিথ্যার অব্যর্থতা।
মিথ্যা আশা, মিথ্যা আশ্বাস, মিথ্যা স্বপ্ন – এমনকি মিথ্যা প্রেম-
মিথ্যা মানবাধিকার অথবা স্বাধিকার, মিথ্যা দ্বি-পাক্ষিক সম্পর্ক
সবই নাকি বার বার উচ্চারিত হলেই সত্যি হয়ে যায়।
ইতিহাস, সংবাদ, সমীক্ষা, বক্তৃতা সর্বত্রই আজ গোয়েবল্সের
একক দাপট। নিজের ছায়াকেও তাই পরখ করে দেখে নিতে হয় –
সত্যিই আমার ছায়াতো! নাকি আমারই ছায়ার বেশে, আমার
হত্যাকারী গোয়েবল্সের কোন শিষ্য – সাক্ষাৎ শয়তান সে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *