মুহাম্মাদ বিন আব্দুল্লাহ আল মাহদি এর আমলের পরে আরো অনেক খালিফা আসবেন……..?
প্রশ্নঃ কিছু ভাই দেখলাম, তারা বলছে, মুহাম্মাদ বিন আব্দুল্লাহ আল মাহদি এর আমলের পরে আরো অনেক খালিফা আসবেন, তার পর ঈসা (আঃ) আসবেন! তারা নুয়াইম বিন হাম্মাদ এর কিতাব আল ফিতানের হাদিস থেকে গবেষণা করে এ কথা বলেন! এ ব্যপারে একটু বলবেন শাইখ?
উত্তর দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ
উত্তরঃ প্রথমত, নুয়াইম বিন হাম্মাদ (রহ.) এর কিতাব আল ফিতানের মধ্যে অনেক দূর্বল হাদিস রয়েছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিসগুলোতে যেটি রয়েছে সেটি হচ্ছে ছুম্মা সাকাতা অর্থাৎ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর পর চুপ ছিলেন। সুতরাং নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে কি হবে সেটি স্পষ্ট করে বলেন নি। আর খুরুজুল মাহদী এর সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যেখানে নুযুলে ‘ঈসা অর্থাৎ ঈসা ‘আলাইহিস সালাম এর অবতরণ বা আগমনের বিষয়টি উল্লেখ করেছেন সেখানে একেবারে কাছাকাছি বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেখান থেকে মূলত একথা স্পষ্ট ধারণা করা যায় মাহাদী এর পরেই ঈসা ‘আলাইহিস সালাম অবতরণ করবেন এবং ঈসা ‘আলাইহিস সালাম এর পরে দাজ্জালের আগমন ঘটবে এবং এভাবেই মূলত আশরাতুস সা’আ অর্থাৎ কিয়ামতের আলামতের উপর যারা লিখেছেন তারা সবাই এভাবেই উল্লেখ করেছেন। তাই এ ধরনের প্রশ্ন এমনিতেই এগুলো ভবিষ্যতের বিষয় এগুলোতে কোনোরকম ইজতিহাদ করার সুযোগ নেই। যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে ততটুকু তথ্যের আলোকে আমরা যদি বলে থাকি তাহলে সেটিই বলতে হবে যে মাহদী এর সাথে ঈসা ‘আলাইহিস সালাম এর নুযুল সম্পৃক্ত এবং এর পর যে খিলাফত হবে এ বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি আর এতটুকুই আমরা বলতে পারবো। বাকি যেসমস্ত বক্তব্য আসলে ‘আলেমরা দিচ্ছেন সেগুলোর কোনো প্রয়োজন নেই এ বিষয় নিয়ে নিজেরা গবেষণা করা অথবা অতিরিক্ত সময় ব্যয় করা। এর চেয়ে উত্তম হচ্ছে আল্লাহ্ তা’আলার ‘ইবাদত/ইতা’আত এবং ভালো কাজের মধ্যে, দ্বীনী গবেষণার মধ্যে যেগুলো মানুষের কাজে আসতে পারে সেগুলোর মধ্যে সময় ব্যয় করা। এগুলো নিয়ে কৌতুহল করার কোনো দরকার নেই। এটি আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলাই সবচেয়ে ভালো জানেন যে এটি কিভাবে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদেরকে সতর্ক করার জন্য এই নির্দেশনাগুলো দিয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান।