তোমরা কি জানো শব্দের চেয়ে নৈঃশব্দ হতে পারে
অনেক বেশী শক্তিধর? নৈঃশব্দ ধরে রাখতে পারে
অনেক বেশী কথা – যা শব্দেরা কখনোই পারে না??
বাঁধ ভাঙার সবটুকু আওয়াজই জমা থাকে,
বাঁধ দিয়ে আটকে রাখা স্থির, নিঃশব্দ পানির বুকে!
সেই পানির তোড়ে হঠাৎ যখন বাঁধ ভেঙে যায়,
শতধা বিভক্ত শব্দ শুনে চমকে উঠি আমরা।
ভুলে যাই, এতদিন নৈঃশব্দের বুকেই, একসাথে,
সঞ্চিত ছিল সকল শব্দ। স্থিরতার মাঝেই বাঁধা পড়ে
সঞ্চিত ছিল সকল গতি। আমরা সচরাচর মুখ খুলতে চাই না বলে,
আমাদের মৌনতাকে তোমরা দুর্বলতা ভেবো না ।
আমরা সাধারণ মানুষেরা, তোমাদের বুদ্ধিবৃত্তির খেলা
চেয়ে চেয়ে দেখি বলেই, আমাদের নির্বোধ ভেবোনা ।
আমরা নিঃশব্দ থেকেই সমাধা করতে পারি,
বাঁধ ভাঙার সকল আয়োজন। নিজ বাসভূমে তাই
আমাদের অধম জ্ঞান কোর না। বাঁধ দেয়া পানির মতই
আচমকা অসাধ্য সাধন করতে পারি আমরা –
কথাটা মনে রেখো, আমাদের অবজ্ঞা কোর না!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *