বলুন তো এটা কোন দেশ – ১
একসময় যখন নিয়মিত ব্লগিং করতাম, তখন আপনাদের অনেক দেশের গল্প শুনিয়েছি, সমুদ্রের গল্প শুনিয়েছি। এখনো “সমুদ্রে জীবন” নামের ঐ সিরিজটার ১-১৮ পর্বগুলো এই ব্লগে রয়েছে। কেউ চাইলে দেখতে পারেন। ব্লগিং একপ্রকার ছেড়ে দিলেও, কয়েকবারই ভেবেছি “সমুদ্রে জীবন” সিরিজটার আরো কয়েকটি পর্ব হয়তো লেখা বা পোস্ট করা যায়। ….
আজ আপনাদের এমন একটা দেশের কিছু ছবি দেখাবো যেখানে আমি গত শীতে বেড়াতে গিয়েছিলাম। দেশটির অনেক ক’টি সমুদ্রবন্দর থাকলেও এবং সেসবের কয়েকটিতে জাহাজে করে গিয়ে থাকলেও, ব্যস্ততার কারণে বা সময় স্বল্পতার কারণে সে দেশে তখন ঘুরে বেড়ানো হয়নি। এবার গিয়ে তাই ইচ্ছামত ঘুরে বেড়িয়েছি। ছবিগুলো দেখে আপনাদের দেশের নামটা আন্দাজ করতে বলবো! দেখুন তো আপনার অনুমান সত্যি হয় কি না!
উপরের ছবিটা, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৯০০ ফিট ওপরে একটা শহরের একপ্রান্ত থেকে তোলা!
উপরের ছবিটাও তাই। অনেক ওপরে, মেঘ যেখানে আপনাকে ছূঁয়ে যায় অথবা, যেখানে কখনো আপনি মেঘেরও ওপরে থাকেন, সেখান থেকে তোলা!
মেঘেদের দেশের আরেকটি একটি ছবি!
কেবল-কার থেকে তোলা একটি ছবি।