বন্ধুর ওয়াই ফাই ব্যবহার করা
প্রশ্নঃ আমার এক বন্ধু তার ভার্সিটির হলে থাকে। তার রুমে ওয়াইফাই আছে, সে ওয়াইফাই ইউজ করে। আমি তার রুমে গেলে সে আমাকে পাসওয়ার্ড বলে দেয় ফলে আমিও তার ওয়াইফাই ব্যবহার করি। সে ওয়াইফাই এর বিল দেয় ঠিকই কিন্তু সেটি তার ব্যবহারের জন্য। এক্ষেত্রে আমার ওয়াইফাই ব্যবহার করা কি ভুল ছিল?
উত্তরঃ জী, এধরনের ওয়াইফাই আপনি ব্যবহার করতে পারেন যেহেতু সাহেবুল হক অর্থাৎ যিনি এই হকের অধিকারী এবং যিনি ওয়াইফাই বিল পরিশোধ করে থাকেন তিনি আপনাকে এই অনুমতিটুকু দিয়েছেন। সুতরাং, আপনার জন্য এ ওয়াইফাই ব্যবহার করা জায়েয। আপনার এই ওয়াইফাই ব্যবহারে কোনো অসুবিধা নেই, আপনার কোনো গুনাহ্ হবে না ইনশাআল্লাহ্।