দিবস দিয়ে কি ভালোবাসা হয়!
দিবস দিয়ে কি ভালোবাসা হয়, নাকি ভালোবাসার কোন দিবস হয়!
তাহলে সবাই ঐ এক দিবসের আয়ুই চাইতো – এক জীবনের নয়।
খুঁজে পেতে কি ভালোবাসা হয়? তাহলে অনেকেই “হিলারী-তেনজিং” হয়ে
এভারেস্টে যেতেও রাজী হতো – প্রেম ভালোবাসা বয়ে নিয়ে আসতে।
ভালোবাসা কি ফুলের তোড়া বা কাঁচের বাক্সে সাজানো কোন কেক/চকোলেট ?
অথবা বিজ্ঞাপনের কোন পণ্য, যা পয়সা থাকলেই যে কারো হতে পারে?
তাহলে তো “বিল-গেটস” আর “সরোস”রাই পৃথিবীর সব ভালোবাসা কিনে নিতো!
আর কারও জন্য কি একফোঁটা ভালোবাসা কোথাও পাবার উপায় থাকতো?
ভালোবাসা তাহলে ফুল নয়, কেক নয়, অযথা কথার ফুলঝুরিও নয়
অশ্লীল জামাকাপড় নয়, অর্ধনগ্ন আবেদনময়ী শরীরও নয় – তাহলে জগতের
সব ভালোবাসা এতদিনে ম্যাডোনা-ব্রিটনীর পায়ে লুটাতো! আর ডাস্টবিনে
কুকুরের সাথে খাবার ভাগ করা মানুষের জীবন অর্থহীন হয়ে যেতো!
ভালোবাসা তাহলে হলমার্ক বা আরচিসের রঙ-বেরঙের “পণ্য-সামগ্রী” কার্ডও নয়।
“ভালোবাসা” তাহলে কেবলি ভালোবাসার নাম – আমরা যা ভাবি তাই নয়!