আমার সবই তো দখল করে নিয়েছো:
আমার খবরের কাগজগুলোর পাতাগুলো
আমার শহরের চিকা মারার দেয়ালগুলো
আমার সমুদ্র-বন-জঙ্গল-পাহাড়-প্রান্তর সব ৷

আমার সবই তো দখল করে নিয়েছো:
আমার বই বা পত্রিকার রঙ্গিন পাতাগুলো,
আমার আধুনিক টিভির প্রশস্ত পর্দাগুলো,
আমার বসার ঘরের নিজস্ব দেয়ালগুলো ৷

মঙ্গোলরা রক্তের বন্যা বহাতে এসেছিল
ঘোড়ায় চড়ে, অস্ত্র হাতে সিংহদ্বার দিয়ে ৷
তুমি তাদের চেয়েও ভয়ঙ্কর, যদিও
তুমি এসেছো নিরস্ত্র – রিপুর খিড়কি পথে,
নিঃশব্দে, শয়তানের মত, সন্তর্পণে ৷
তুমি রক্তের বন্যা বহাওনি সত্যি-
তুমি চেয়েছো রক্ত শোষণ করতে ৷
তুমি প্রাণে মারতে চাও নি সত্যি
চেয়েছো তোমার চাহিদা – রক্তের,
যোগান দিতে আমার সীমিত জীবন ৷

আমার সবই তো দখল করে নিয়েছো ৷
আমি শুধু আপ্রাণ লড়াই করে চলেছি –
আমার শেষ দুর্গ – মগজটাকে রক্ষা করতে ৷
যদি পারি, তবে হয়তো সেখান থেকেই
জন্ম নেবে শয়তান-হন্তা আগামী প্রজন্ম!
উদ্ধার হবে বেদখল হওয়া আমার সবই৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *