আমার কোম্পানি ভ্রূণ নস্ট করার ঔষধ বানায়। এখানে চাকরি করা কি আমার জন্য জায়েয?
প্রশ্নঃ আমি একটি ঔষধ কোম্পানিতে চাকরি করি। আমার কোম্পানি ভ্রূণ নস্ট করার ঔষধ বানায়। এখানে চাকরি করা কি আমার জন্য জায়েয?
উত্তর দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ
উত্তরঃ জী, আপনার জন্য এখানে চাকরী করা জায়েয রয়েছে। কোম্পানি বিভিন্ন কাজ অথবা বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন ঔষধ তৈরি করতে পারে। কিন্তু সেটির দায়ভার বা দায়দায়িত্ব আপনি বহন করবেন না। কোম্পানি আপনাকে যে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়েছে সেখানে যদি হারাম কিছু থাকে তাহলে আপনার সেখানে চাকরী করা জায়েয নেই। আর যদি আপনার কাজটা হালাল হয় তাহলে আপনি সেখানে নিঃসন্দেহে চাকরী করতে পারবেন।