আবু দাউদের হাদিস অনুসারে- থুতু মাটির সাথে মিশালে তা কি শিফা হতে পারে?
প্রশ্নঃ আয়িশা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, কেউ ব্যথার অভিযোগ করলে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর মুখের থুথু বের করে তাতে মাটি মিশিয়ে বলতেনঃ ‘‘আমাদের জমিনের মাটিতে আমাদের কারো থুথু মিশালে আমাদের রবের আদেশে আমাদের রোগী ভালো হয়ে যায়। (সুনান আবু দাউদ ৩৮৯৫)
উত্তর দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ
উপরিউক্ত বিষয়টি কি শুধু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই খাস নাকি এটি যে কেউ করতে পারবেন? কারণ এই হাদিসের অর্থ দেখে মনে হচ্ছে যেন এটি সকলের জন্যই প্রযোজ্য অর্থাৎ আম।
উত্তরঃ জী আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন এটি সহিহ হাদিস। এই হাদিসের যেই বক্তব্য সেটি হচ্ছে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন “আমাদের জমিনের মাটি” এখান থেকে বিষয়টি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খাস হওয়ার ইঙ্গিত করে পাওয়া যায় কিন্তু অধিকাংশ আহলুত তাহক্বীক/মুহাক্কীক ‘উলামায়ে কিরাম বলেছেন এ কাজটি কমন অর্থাৎ সকলের জন্য জায়েয যেহেতু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ কাজটি করেছেন এবং তুরবা/মাটিও এক প্রকারের শিফা। তাই এটিকে কমন করা যেতে পারে; সকলের জন্য এটি জায়েয রয়েছে। কিন্তু আমরা যতটুকু তাহক্বীক করেছি বা যতটুকু আমাদের কাছে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের থুথু এবং আমাদের মাটি এমনভাবে উল্লেখ করেছেন যেন তিনি তার দিকেই এটি সম্পর্কিত করেছেন। ফলে মনে হচ্ছে এ ‘আমলটি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর দিকে খাস হওয়ার বিষয়টি খুবই সংগত। কিন্তু যেহেতু অধিকাংশ আহলুল হাদিস এটিকে কমন ধরেছেন তাই এটিকে কমন ধরাও যেতে পারে।