প্রশ্নঃ একজন আজান দিলেন অথচ অন্য কেউ উনার অনুমতি ছাড়া ইকামত দিলে কোনো অসুবিধা হবে কি?

উত্তর  দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ

উত্তরঃ অসুবিধা বলতে কিছুই নেই। কিন্তু যদি তিনি অপছন্দ করেন ইমাম নববী (রহ.) শরহুল মুহাযযাবের মধ্যে উল্লেখ করেছেন ‘উলামায়ে কিরামের বক্তব্য হচ্ছে তার এ কাজটি মাকরূহ বা অপছন্দনীয় হবে যদি মুয়াজ্জিন সাহেব অপছন্দ করে থাকেন। তবে মুয়াজ্জিন যদি অপছন্দ না করেন তাহলে সকলের মতেই এতে কোনো অসুবিধা নেই এবং এটি জায়েয রয়েছে। এক্ষেত্রে উত্তম হচ্ছে যিনি আযান দিয়েছেন তিনিই ইকামত দিবেন আর এটি মুস্তাহাব। যদি কেউ ইকামত দেন তাহলে তিনি মুয়াজ্জিন সাহেবের অনুমতি নিয়েই ইকামত দিবেন। কারণ যিনি আযান দিয়েছেন তার হক্ব হচ্ছে ইকামত দেয়া। সুতরাং কেউ যদি মুয়াজ্জিনের অনুমতি না নিয়ে ইকামত দেন আর এতে যদি মুয়াজ্জিন অসন্তুষ্ট না হোন তাহলে তার জন্য জায়েয রয়েছে এটি করা, এতে গুনাহ্ হবে না ইনশাআল্লাহু তা’আলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *