প্রশ্নঃ মুহাররাম মাসে আশুরার সিয়াম ছাড়া অন্য দিনগুলোতে সিয়াম পালন করার কোনো ফযীলত আছে কিনা অথবা সিয়াম পালন করা যাবে কিনা?

উত্তর  দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ

উত্তরঃ জী ‘আশুরার সিয়ামের ফযীলতের উপর সুস্পষ্ট হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

احتسب على الله ان يكفر السنة التي قبله

“আল্লাহ্‌ রাব্বুল আলামীনের কাছে আমি আশা করি যে ‘আশুরার সিয়ামের মাধ্যমে গত বছরের সম্পূর্ণ সগিরা গুনাহ্ আল্লাহ্‌ ক্ষমা করে দিবেন।” যদি ১০ তারিখ তিনি সিয়াম পালন করে থাকেন তবে তিনি অবশ্যই এই ফযীলত লাভ করতে পারবেন। তাছাড়া মুহাররাম মাসের পুরোটাই সিয়াম পালন করা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ্। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

افضل الصيام بعد رمضان شهر الله المحرم

“রমাদানের সিয়ামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহাররাম এর সিয়াম।”

তাই মুহাররাম মাসে যদি কেউ আরো বেশি সিয়াম পালন করে থাকেন তাহলে করতে পারবেন, এটি সুন্নাহ্ এবং মুহাররাম মাসের যেই নেক ‘আমাল রয়েছে তার মধ্যে এটিও অন্তর্ভুক্ত। তাই আপনি মুহাররাম মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতে পারবেন। জাযাকাল্লাহু খাইরান।

والسلام عليكم ورحمة الله و بركاته

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *