ইন-শা-আল্লাহ, আগামী ২৫শে ডিসেম্বর ২০২০ তারিখে এ মাসের প্রশ্নোত্তর হালাকা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বরাবরের মত এই বিশেষ হালাকার বৈশিষ্ট্যগুলি একই থাকছে ইন-শা-আল্লাহ, যা আপনারা হয়ত অনেকেই জেনে থাকবেন, তবু বাকিদের অবগতির জন্য আবার দেয়া হলো –
১. হালাকার প্রশ্নের উত্তর দিবেন আমাদের সম্মানিত শায়েখ ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ। আমরা হয়ত সকলেই জানি ড. সাইফুল্লাহ বাংলাদেশের বিরল কৃতিত্বের অধিকারী একজন আলেম, যিনি ১৫ বছর ইসলামী ফিকহ নিয়েই পড়াশুনা করেছেন, বর্তমান দুনিয়ার ইসলামী শিক্ষার শ্রেষ্ঠ পাদপীঠ তথা মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে তিনি পি.এইচ.ডি সম্পন্ন করেছেন। তাই তাকে ফকীহ হিসাবেও সম্বোধন করা হয়।
২. যথোপযুক্ত প্রস্তুতির জন্য প্রশ্নগুলি হালাকার কিছুদিন আগেই শায়েখের কাছে পাঠিয়ে দেওয়া হবে, যাতে করে আপনারা আপনাদের জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলির দলিল ভিত্তিক উত্তর পেতে পারেন এবং এই উত্তরগুলি পরবর্তিতেও বাংলা ভাষাভাষী মুসলিমগন যাতে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারেন।
সুতরাং এটা আমাদের মত সাধারন মুসলিমদের জন্য একটি সুবর্ণ সুযোগ, আমাদের গুরুপূর্ণ প্রশ্নগুলির উত্তর একজন যোগ্য আলেমের সুচিন্তিত মতামতের মাধ্যমে পাবার। পাশাপাশি এই বিরল সুযোগগুলিকে উম্মাহর কল্যানার্থে ব্যবহারের স্বার্থে আমাদের উচিত হবে একেবারেই ব্যক্তিগত প্রশ্নগুলির চেয়ে জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে সামনে নিয়ে আসা যাতে করে সকলেই উপকৃত হতে পারে। এবং এমন প্রশ্নগুলিকে অগ্রাধিকার দেয়া যেগুলোর সরাসরি উত্তর হাতের কাছের বইগুলি থেকে পাওয়া সম্ভব নয়। আল্লাহ আমাদের সকলকে এ ধরনের উদ্যোগ থেকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন। আমীন।
হালাকার তারিখ ও সময়: ২৫শে ডিসেম্বর, ২০২০, রাত ০৮ঃ৩০ টা
Zoom Meeting Link
Meeting ID: 952 1154 3495
Passcode: icdhalaqa
হালাকা সরাসরি দেখতে: Live Link