Hifz Program
আইসিডির অন্যান্য উদ্যোগের মত হিফ্জ প্রোগ্রামটিও একটি অলাভজনক একটি উদ্যোগ। আমাদের বাচ্চারা যারা মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় পড়াশুনা করেনা, তাদেরকে বিবেচনা করে এই উদ্যোগটি গ্রহন করা হয়েছে। কারণ মাদ্রাসা শিক্ষাব্যবস্থার ছাত্রছাত্রীরা হিফ্জ করার সুযোগ পেলেও বাংলা কিংবা ইংরেজী মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য হিফ্জ করার সুযোগ নেই।
বাংলা কিংবা ইংরেজী মাধ্যমের ছাত্রছাত্রীরা যেন ইসলামের মূলগ্রন্থ আল-কুরআন মূখস্থ করতে পারে সে কারনে বাংলাদেশে আমরাই প্রথম হিফজের এই উদ্যোগ গ্রহন করেছি। ইনশা-আল্লাহ্ এখানে শুধু হিফজই নয়, তার পাশাপাশি আরবি ভাষাতেও সে পূর্ণ দক্ষতা অর্জন করবে। যেন সে গতানুগতিক হাফিজদের মত না বুঝে নয়, বরং বুঝে আল-কুরআনকে তার বুকে ধারন করতে পারে।
এটি একটি দীর্ঘমেয়াদী উদ্যোগ। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে হলে ছাত্রছাত্রীদের পিতামাতাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কারণ নিয়মিত পড়াশুনার পাশাপাশি এটিকে চালিয়ে নিয়ে যেতে হবে।
একজন ছাত্রছাত্রীকে হিফ্জ বিভাগে ভর্তি হবার পূর্বে তাকে অবশ্যই প্রী-হিফ্জ উত্তীর্ণ হতে হবে। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।