প্রশ্নঃ কোন কোন মাস'আলার ক্ষেত্রে ইখতিলাফ বৈধ এবং কোন কোন ক্ষেত্রে অবৈধ উদাহরণসহ জানতে চাই? এক্ষেত্রে মৌলিক মূলনীতি কি?
সম্পূরক প্রশ্নঃ আজকাল দেখা যায় 'আলেমদের থেকে তাদের অনুসারীরাই বেশী ইখতিলাফ করে থাকেন এবং এসব ইখতিলাফকে কেন্দ্র করে মুসলিম ভাইদের মধ্যে বিরোধ, হিংসা এবং দলাদলি পর্যন্ত হয়ে থাকে। এ বিষয়ে আপনার কাছ থেকে কিছু নসীহা আশা করছি।