সমুদ্রে আমরা নাবিকরা যাযাবর জীবনে কেমন থাকি, কি করি – তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। আজ “সামু”তে দেখলাম একজন ব্লগার ইন্টিরিয়র ডেকোরেশন নিয়ে ছবি সমেত একটা পোস্ট দিয়েছেন। তখনই মনে হলো সমুদ্রপ্রেমী বা কৌতূহলীদের জন্য আমার প্রাক্তন একটা জাহাজের অফিস, বসার ঘর আর শোবার ঘরের একটা করে ছবি উপহার দিতে পারি। ইচ্ছা থাকলেও আজ এর চেয়ে বেশী লেখার সময় আমার নেই। তাহলে দেখুন, প্রায় সাড়ে পাঁচ হাজার কন্টেইনার বহনকারী আমার একটা প্রাক্তন জাহাজে (আমার মানে, আমি যেটাতে sail করেছি) আমার অফিস, বসার ঘর আর শোবার ঘরটা দেখতে কেমন ছিল!

mariner77_1277435196_3-MVC-302S

mariner77_1277435140_2-MVC-301S

1

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *