প্রশ্নঃ সরকারি চাকরি করা কি জায়েয? কারণ সরকারি চাকরিতে যে মাসিক বেতন দেওয়া হয়, তাতে হালাল হারাম মিশ্রিত টাকা থাকে।
প্রশ্নঃ সরকারি চাকরি করা কি জায়েয? কারণ সরকারি চাকরিতে যে মাসিক বেতন দেওয়া হয়, তাতে হালাল হারাম মিশ্রিত টাকা থাকে।
উত্তর দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ
উত্তরঃ জী, সরকার যদি বৈধ হয় আর সরকারের সুনির্দিষ্ট ফান্ড থেকে যদি আপনাকে বেতন দেয়া হয়ে থাকে এবং আপনার চাকরির কাজটি হালাল হয় তাহলে এর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা আপনার জন্য জায়েয রয়েছে। সেক্ষেত্রে সরকারের ইনকাম কি বা সরকারের উপার্জন কি অথবা সরকারের টাকা কি এগুলো আপনার ধর্তব্য বিষয় নয়। সরকারের অনেক বিশাল ফান্ড রয়েছে এবং বৈধ ফান্ডও অনেক রয়েছে যেগুলো থেকে সরকার আপনাকে টাকা দিতে পারেন। এ নিয়ে আপনার মাথাব্যথা হওয়ার কোনো কারণ নেই। বরং আপনি চাকরি করতে পারবেন।